আমরা চায়না থেকে সরাসরি পার্সিমনের কলম করা চারা এনেছি। এটার জন্য আলাদা পুরুষ গাছের প্রয়োজন নেই এবং কটু স্বাদমুক্ত, সুস্বাদু, মিষ্ট। মাতৃগাছের উৎস হিসেবে এই চারা আপনি এখনই সংগ্রহে নিতে পারেন। ছাদে বা বাণিজ্যিক বাগানের জন্য আমরা কৃষিবিদ আপনাকে সাহায্য করবো।
পার্সিমনের উৎপত্তি চায়নাতে হলেও জাপানে এটা জাতীয় ফল। এটার পুষ্টি গুণ এত বেশি যে তা সহজ কথায় বলে শেষ করা যাবে না। এই ফল এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ভিটামিন এ, বি এবং সি’তে ভরপুর এই ফল। রয়েছে এন্টি অক্সিডেন্ট এবং পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও কপারসহ একাধিক খনিজ লবণ।
Login To Comment