COSTS: 50,000 tk (Negotiable)
========================
স্বপ্ন পূরণে Manav Rachna University দিচ্ছে ৫০% পর্যন্ত স্কলারশীপ।
ভারতের হরিয়ানা প্রদেশ ফরিদাবাদ এর মানব রচনা ইউনিভার্সিটি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) এর পাশাপাশি ৪ বছরের ব্যাচেলর অফ টেকনোলজি প্রোগ্রাম এবং ২ বছরের স্নাতকোত্তর প্রোগ্রাম ব্যবসায় প্রশাসন মাস্টার্স, বিজ্ঞান বা স্নাতকোত্তর সহ পিএইচডি প্রোগ্রামে স্কলারশীপসহ সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে।
মানব রচনা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্যঃ
==================================
✪ অবস্থানগত দিক থেকে রাজধানী দিল্লীর নিকটবর্তী সুরতকুন্ড রোডের ফারিদাবাদে অবস্থিত হওয়ার কারণে রাজধানীর যাবতীয় সুবিধাদি সহজলভ্য এবং জীবনযাত্রা রাজধানীর সমতূল্য অত্যাধুনিক ও বিশ্বমান সম্পন্ন।
✪ বিশ্বব্যাপী স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের মানদন্ড নির্ধারক QS- এর ইন্ডিয়ান ইউনিভার্সিটি রেটিং অনুযায়ী স্বর্ণপদক প্রাপ্ত, মানব রচনা বিশ্ববিদ্যালয়।
✪ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (UGC) স্বীকৃত এবং NAAC "A" Grade অর্জনকারী, NIRF র্যাংকিং অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা এবং মেধা বিকাশে সহায়ক।
✪ স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণা ও পিএইচডি পর্যায়ে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ডিজাইন, মিডিয়া স্টাডিজ, সোশ্যাল স্টাডিজ, ডেন্টাল সায়েন্স ইত্যাদি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
✪ ভারতের যাবতীয় সরকারি অফিসের প্রধান কার্যালয় Google, Microsoft, IBM, HCL প্রভৃতি বিশ্বের বিভিন্ন বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানির সদর দপ্তর দিল্লীতে হওয়ার কারণে এবং মানব রচনা বিশ্ববিদ্যালয়ের সাথে উক্ত কোম্পানি ও অফিস সমূহের সরাসরি যোগাযোগ থাকার কারণে উক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ শতভাগ জব প্লেসমেন্টের সুযোগ লাভ করতে পারেন।
✪ সার্বক্ষণিক নিরাপত্তা, ওয়াই-ফাই, লাইব্রেরী, ব্যায়ামাগার ক্যাম্পাসের অভ্যন্তরে হোস্টেল, ব্যাংক ও খেলার মাঠ সহ বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য রয়েছে মেধা ভিত্তিক স্কলারশিপ লাভের সুযোগ। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে, শিক্ষার্থীদের Extra Curriculum প্রতিভা সমূহের বিকাশের জন্য রয়েছে সব ধরণের সুবিধা সহ In Campus Horse Riding, Shooting ইত্যাদির সুবিধা।
ফেইথ ওভারসিজ আপনাকে কিভাবে সাহায্য করবে?
=====================================
বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কি কি ধরণের সুযোগ রয়েছে সেটি নিয়ে ফেইথ ওভারসীজ লিমিটেড বিভিন্ন অনলাইন মিটিং ও ওয়েবিনার এর মাধ্যমে বিশ্বের প্রায় ১০০টিরও বেশী ইউনিভার্সিটির এডমিশন অথরিটি ও ইমিগ্রেশন অথরিটির সাথে আলোচনা করে যে তথ্যসমূহ সংগ্রহ করেছে সেগুলোর সমন্বয়ে ফেইথ ওভারসীজ লিমিটেড এর দক্ষ কাউন্সিলরগণ শিক্ষাথীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে বিদেশী ইউনিভার্সটিগুলোতে সর্বোচ্চ সুবিধা নিয়ে ভর্তি নিশ্চিত করতে পুরো সহযোগিতা করবে।
শিক্ষার্থীবৃন্দ অনলাইনে এপয়েনমেন্ট গ্রহণের মাধ্যমে বিদেশী ইউনিভার্সটিগুলোতে সর্বোচ্চ সুবিধা নিয়ে ভর্তি নিশ্চিত করতে ফেইথ ওভারসিজ লিমিটেড এর দক্ষ কাউন্সিলর এর নিকট হতে দিকনির্দেশনা পেতে পারেন। বাংলাদেশ এর প্রাইভেট ইউনিভার্সিটির খরচে বা তার থেকে অল্প খরচে আপনাকে বিদেশে পড়াশোনার সুযোগ করে দিয়ে আপনার ক্যারিয়ার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
Login To Comment