The Highest Ranked UK & Australian Degree in Malaysia.
মালয়েশিয়া Southeast এশিয়ার মধ্যে সবচেয়ে প্রভাবশালী আধুনিক,ধনী মুসলিম দেশ । যার রাজধানী Kuala lumpur, মুদ্রার নাম Malaysian Ringit (MR), মাথাপিছু বার্ষিক আয় 15,000 মার্কিন ডলার।মোট জন সংখ্যা প্রায় ৩০ মিলিয়ন। এখানে ৬১%মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এই দেশটির জীবনযাত্রার মান খুবই উন্নত। world ranking এ অবস্থান ২৮ তম।ভৌগোলিক দিক থেকে এশিয়া ও Southeast এশিয়ার মধ্যে গুরুতপূর্ণ এই দেশটির শিক্ষাব্যবস্থা ও মান বরাবরই ১ নম্বর। বিশ্বমানের উচ্চশিক্ষার জন্য বর্তমানে বিদেশী ছাত্র-ছাত্রীদের নিকট পড়াশুনার জন্য অন্যতম শীর্ষস্থানীয় পছন্দের দেশ হচ্ছে মালয়েশিয়া । মালয়েশিয়াতে USA, CANADA, UK & AUSTRALIA সহ World এর top ranking University গুলোর শাখা রয়েছে। এর ফলে আপনি চাইলেই অনার্স মালয়েশিয়ায় শেষ করে USA, CANADA, UK & AUSTRALIA তে মাস্টার্স করতে পারবেন অথবা ১ বৎসর মালয়েশিয়াতে পড়াশুনা করে USA, CANADA, UK & AUSTRALIA Credit Transfer করতে পারেন এতে আপনার অর্থ এবং সময় দুটোই save হবে এ ক্ষেত্রে University আপনাকে সহযোগিতা করবে।
আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সব সময় USA, CANADA, UK & AUSTRALIA কে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু অধিক খরচ, ভিসা জটিলতার কারনে অনেকের পক্ষে ইউরোপ, আমেরিকাতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরন হয় না। আমাদের মধ্যে যারা স্বল্প বাজেটে, আর্ন্তজাতিক মানের শিক্ষা নিতে আগ্রহী , তাদের জন্য মালয়েশিয়া হতে পারে আর্দশ স্থান। পড়াশুনার মাধ্যম ইংরেজি বিধায় এখানকার University হতে নুন্যতম Diploma Complete করে আপনি বিশ্বের প্রভাবশালী USA, CANADA, UK & AUSTRALIA তে উচ্চশিক্ষার জন্য Scholarship / Non Scholarship এই দুই Programme এ admission পেতে পারেন, যেখানে ভিসা পাওয়া তুলনামূলক অনেক সহজ।এছাড়া শিক্ষার মান আন্তর্জাতিকভাবে উচ্চ স্বীকৃত, তুলনামূলক কম টিউশন ফি, স্বল্প খরচে থাকা-খাওয়ার সুযোগ, পড়াশুনার পাশাপাশি কাজের প্রচুর সুযোগ থাকার কারনে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশটির আকর্ষণ মধ্যম আয়ের দেশের ছাত্র / ছাত্রীদের নিকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মালয়েশিয়াতে পড়াশুনা, ভর্তির ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় তথ্য নিম্নে দেওয়া হইলঃ
১) নূন্যতম এইচ.এস.সি/এ লেভেল/আলিম/ সমমানের পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থী।
৩) মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসার জন্য ইন্টারভিউয়ের এর প্রয়োজন হয় না। প্র্রয়োজনীয় ডকুমেন্ট সঠিক থাকলে সহজে ভিসা পাওয়া যায়।
৪) ভিসা আবেদনের জন্যে কোন Bank Statement, IELTS & TOEFL এর প্রয়োজন হয় না।
৫) মালয়েশিয়ার বিভিন্ন University থেকে ১ বৎসর পর সহজে UK,USA, CANADA & AUSTRALIA সহ ইউরোপের বিভিন্ন দেশের Top Ranked বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করা যায় ।
৬) University admission fees, Visa approval letter (VAL) and Tuition fees , students
নিজ Bank account থেকে University কে Payment করবে ।
মালয়েশিয়ার কিছু নামকরা বিশ্ববিদ্যালয় যাদের আমরা প্রতিনিদ্ধিত্ব করে থাকি :
1.Taylor’s University
2.Sunway University
3.Mosash University
4.SEGI University
5.Multimedia University
6.Help University
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
TOL Consultancy Ltd.
House #33(5th Floor), Opposite Teachers Training College Hostel,Mirpur Road, Dhaka.
Call for Free counseling:
Login To Comment