স্বপ্ন পূরণে Jain University দিচ্ছে ৫০% পর্যন্ত স্কলারশীপ।
ভারতের সিলিকনভ্যালী খ্যাত কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত JAIN UNIVERSITY তে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান, বাণিজ্য, কলা, মানবিক, প্রকৌশলবিদ্যা, তথ্য প্রযুক্তি ও ম্যানেজমেন্ট বিভাগে মেধাভিত্তিক স্কলারশীপে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে।
JAIN UNIVERSITY কেন সেরা?
================================================
= এটি সাউথ ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্রাইভেট ইউনিভার্সিটি।
= ৩৭,০০০ স্টুডেন্ট এর এই ইউনিভার্সিটি ইন্ডিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে ৫ম অবস্থানে আছে।
= ৩,২০০ র্আন্তজাতকি স্টুডেন্ট সম্মৃদ্ধ এই ইউনিভার্সিটি ইন্ডিয়ার প্রাইভটে ও পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে ১৭তম স্থানে আছে।
= ৭২% ফ্যাকাল্টি হচ্ছে পি.এইচ.ডি হোল্ডার এর মধ্যে ৭.৩% হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি।
= জব প্লেসমেন্ট সার্পোট এর ক্ষেত্রে এটি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ইউনিভার্সিটি এবং বেশিরভাগ মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো এর হেড অফিস ব্যাঙ্গালোর এ অবস্থতি হওয়ার কারণে প্রতি সপ্তাহইে কোন না কোন কোম্পানির এইচ.আর অফিসারগণ সরাসরি ক্যাম্পাসে এসে জব এর জন্য ইন্টারভিউ নেন।
= ২৭ বছরের পুরনো এই ইউনিভার্সিটির ব্যাঙ্গালোর শহরেই আছে ১২টি ক্যাম্পাস। এর মধ্যে কনকপাড়া তে অবস্থিত মুল ক্যাম্পাস যার আয়তন হচ্ছে ৩২১ একর। যার মধ্যে ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, সুইমিং পুল, জিম, গলফ কোর্স , বোলিং হল সহ রয়েছে অত্যাধুনিক সব সুযোগ ।উল্লেখ্য যে, রবিন উথাপা, মনিষ পান্ডে সহ হালের ইন্ডিয়ান ক্রিকেট টিমের নতুন সেনসেশন করুন নায়ারও এই ইউনিভার্সিটি’র স্টুডেন্ট।
= এটি Deemed To Be University এবং এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক এর সদস্য।
= এ্যরোস্পেস, ক্লাউড টেকনোলজি, এসি.সি.সি.এ., ইঞ্জিনিয়ারিং, বি.বি.এ., বি.কম. সহ প্রায় শতাধিক বিষয়ে পড়ালেখার সুযোগ রয়েছে।
JAIN UNIVERSITY তে কেন পড়াশোনা করবেন?
================================================
ভৌগোলিক অবস্থানঃ
বেঙ্গালুরু দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকে সমুদ্র সমতল থেকে ৯০০ মিটার (৩,০০০ ফুট) উচ্চতায় অবস্থিত। এটি মহীশূর মালভূমি অঞ্চলের অর্ন্তগত। বেঙ্গালুরু ভারতের তথ্য-প্রযুক্তি শিল্পেরও রাজধানী। দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে অগ্রণী ভূমিকা থাকায় ব্যাঙ্গালোর ভারতের ”সিলিকন উপত্যকা” নামে ও পরিচিত। ভারতের বিভিন্ন তথ্যপ্রযুক্তির সংস্থা ইনফোসিস, ইসরো, উইপ্রো প্রভৃতি প্রতিষ্ঠানের সদর দপ্তর এই শহরে রয়েছে। এই শহরে ২০০০ টিরও বেশি তথ্য-প্রযুক্তি সংস্থা রয়েছে। বেঙ্গালুরু তথ্যপ্রযুক্তি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে প্রচুর মানুষ পড়াশোনা করার জন্য এই শহরে এসে থাকে।
একাডেমিক প্রোগ্রামঃ
JAIN UNIVERSITY তে বিজ্ঞান, বাণিজ্য, কলা, মানবিক, প্রকৌশলবিদ্যা, তথ্য প্রযুক্তি ও ম্যানেজমেন্ট বিভাগে 200 UG and PG প্রোগ্রাম চালু রয়েছে, যেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রকৌশলবিদ্যা ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রফেশনাল দক্ষতা ও মান উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রি স্পেশালিস্টদেড় সহিত সরাসরি কাজের সুযোগ করে দেয়া হয়ে থাকে।
একাডেমিক রেকর্ডঃ
ভারতের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাংকিং ফ্রেমওয়ার্ক (NIRF) এর তথ্য অনুযায়ী JAIN UNIVERSITY শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এর মধ্যে জায়গা করে নিয়েছে। এছাড়াও ভারতের অন্যতম সেরা টপরেটেড বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয় ২৭ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রদান করে আসছে। শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসাবে সামগ্রিক উৎকর্ষতার জন্য “Authorized Partner for SII Program” “QS I·GAUGE 'DIAMOND” “KSURF” “NIRF” থেকে রেটিং ও 2 সালে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (এনএএসি) থেকে A গ্রেডের সাথে স্বীকৃতি পেয়ে গর্বিত।
আবাসিক সুবিধা ও অন্যান্যঃ
JAIN UNIVERSITY অন-ক্যাম্পাস (জেজিআই গ্লোবাল ক্যাম্পাস) এবং অফ-ক্যাম্পাসে ব্যাঙ্গালোরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের থাকার সু-ব্যবস্থা করে থাকে। তাদের হোস্টেলের বেশিরভাগ আবাসনের জন্য তাদের ক্যাম্পাস স্টুডেন্টস কমিউনিটিস (সিএসসি) নামে একটি সংস্থার সাথে যোগাযোগ রয়েছে। আবাসিক ব্যবস্থা ছেলে ও মেয়েদের জন্য পৃথক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর হোস্টেল ম্যানেজমেন্ট বিভাগ এটি পরিচালনা করে থাকে।
ফেইথ ওভারসিজ আপনাকে কিভাবে সাহায্য করবে?
================================================
বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কি কি ধরণের সুযোগ রয়েছে সেটি নিয়ে ফেইথ ওভারসীজ লিমিটেড বিভিন্ন অনলাইন মিটিং ও ওয়েবিনার এর মাধ্যমে বিশ্বের প্রায় ১০০টিরও বেশী ইউনিভার্সিটির এডমিশন অথরিটি ও ইমিগ্রেশন অথরিটির সাথে আলোচনা করে যে তথ্যসমূহ সংগ্রহ করেছে সেগুলোর সমন্বয়ে ফেইথ ওভারসীজ লিমিটেড এর দক্ষ কাউন্সিলরগণ শিক্ষাথীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে বিদেশী ইউনিভার্সটিগুলোতে সর্বোচ্চ সুবিধা নিয়ে ভর্তি নিশ্চিত করতে পুরো সহযোগিতা করবে।
শিক্ষার্থীবৃন্দ অনলাইনে এপয়েনমেন্ট গ্রহণের মাধ্যমে বিদেশী ইউনিভার্সটিগুলোতে সর্বোচ্চ সুবিধা নিয়ে ভর্তি নিশ্চিত করতে ফেইথ ওভারসিজ লিমিটেড এর দক্ষ কাউন্সিলর এর নিকট হতে দিকনির্দেশনা পেতে পারেন। বাংলাদেশ এর প্রাইভেট ইউনিভার্সিটির খরচে বা তার থেকে অল্প খরচে আপনাকে বিদেশে পড়াশোনার সুযোগ করে দিয়ে আপনার ক্যারিয়ার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
================================================
ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন।
আমাদের ঠিকানাঃ
বাড়ি নং- ৪০৮ (২য় তলা), রোড নং- ২৯
মহাখালী ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ।
Login To Comment