#ড্রাগন ফল 👌💪
প্রচন্ড পুষ্টিকর এই ফলটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেকবেশি উপকারী , আর আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক্কেবারে বাগানের অর্গানিক পাকা ড্রাগন ফল। উল্লেখ্য এই যে অনেকেই ড্রাগন ফল খেঁয়ে তাঁর পরিপূর্ণ স্বাদ পেয়ে থাকে নাহ কারণ তা আগেই কাঁচা অবস্থায় গাছ থেকে পেড়ে নিয়ে পাকানো হয় বলে,ঠিক সেই স্থান থেকেই আমরা আমাদের গ্রাহকদের দিচ্ছি একদম বাগান থেকে সদ্য পেড়ে আনা পাঁকা ফলটি। কথায় আছে গাছ পাকা ফলের স্বাদই আলাদা। এই ফলটি সম্পুর্ণ আমাদের নিজস্ব বাগান থেকে ডিরেক্ট চলে যাবে আমাদের সম্মানিত গ্রাহকদের এড্রেসে। যেইখানে থাকবে কোন ক্যেমিক্যাল বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কোন উপাদান। কারণ আপনাদের সুস্বাস্থ্য, এবং সন্তুষ্টি হচ্ছে আমাদের একমাত্র চাওয়া 🙂 আর আমরা কোন প্রকারের ফ্রিজিং বা স্টক করি নাহ, ঠিক যতটুকু অর্ডার আসে সেই অনুযায়ী আমরা বাগান থেকে ডিরেক্ট কালেক্ট করে আমাদের সম্মানিত গ্রাহকদের বাসায় পৌছে দেই। 🙂
এখন আসি আমরা কেন #ড্রাগন ফল খাবোঃ
👉 সাধারণত এই ফলের দামটা একটু বেশি হয়ে থাকলে ও এর স্বাস্থ্য উপকারীতা চমকে দেওয়ার মতো,একটি ড্রাগন ফলে ৬০ ভাগ ক্যালরী,এবং প্রচুর ম্যাগনেশিয়াম,ভিটামিন সি,ওমেগা ৩ ও ওমেগা ৯ থাকে।এই ফলে বিটা ক্যারোটিন ও লাইকোপিনের মত আ্যান্টিঅক্সিডেন্ট ও রয়েছে,বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন-এ তে রুপান্তরিত হয়ে ত্বক, চোখ ও ইমিউ সিস্টেমের উন্নতি করে।
👉 কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করেঃ ১ টি ড্রাগন ফলে প্রায় ৭ গ্রাম ফাইবার থাকে, এটি অন্ত্রের বর্জ্য দূরিকরণে সহায়তা করে, যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবনতা রয়েছে তাঁরা এইটা খেলে উপকার পাবেন #ইনশাআল্লাহ।
👉 হার্টের জন্য উপকারীঃ ড্রাগন ফলের বীজে হার্টের জন্য উপকারী ওমেগা ৩ ও ওমেগা ৯ ফ্যাটি এ্যাসিড রয়েছে, নিউইয়র্কের পুষ্টিবিদ ও দ্যা স্মল চেঞ্জ ডায়েটের লেখক কেরি গানস বলেন,ড্রাগন ফলের ওমেগা-৩,ফ্যাটি আ্যসিডে প্রদাহনাশক উপাদান রয়েছে, এই কারণে এই ফল খেলে হার্টের রোগের ঝুঁকি ও ঝয়েন্টের ব্যাথা কমে যায়।
👉রক্ত চলাচল বজায় রাখেঃ বিশ্বের একটি অতিপরিচিত পুষ্টিঘাটতি হলো, আয়রণের ঘাটতি। যা নারীদের মদ্ধে সবচাইতে বেশি দেখা যায়, মাত্র অল্প কিছু ফলেই উচ্চপরিমণে আয়রণ পাওয়া যায়, তাঁর মদ্ধে ড্রাগন হচ্ছে অন্যত্তম।১০০ গ্রাম ড্রাগন ফলে ১.৯ মিলিগ্রাম আয়রণ রয়েছে, যা দৈনিক শুপারিশকৃত মাত্রার ১০ শতাংশের বেশি । হিমোগ্লবিন উৎপাদনে আয়রণের প্রয়োজন,যা শরীরে ট্যিসুতে অক্সিজেন পৌছাতে লোহিক কণিকাকে সাহায্য করে।
👉 চুলপড়া প্রতিরোধ করেঃ আয়রণের ঘাটতির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে, নিয়মিত ড্রাগন ফল খেলে চুল পড়া কমতে পারে।
এছাড়া ও রয়েছে ড্রাগন ফলের রয়েছে আরো অনেক অনেক উপকারীতা।
আর এই ড্রাগনই হচ্ছে এই মৌসুমের শেষ ফল, আর আলহামদুলিল্লাহ তা এখন পাকাও শুরু করেছে,তাই চাইলে এখনই #প্রি-অর্ডার এর সুযোগ রয়েছে।
বিদ্রঃ আমাদের সম্মানিত গ্রাহকে অবশ্যই ৫০% অগ্রিম প্রদানের মাদ্ধমে তাঁর অর্ডারটি কনফ্রাম করতে হবে এবং বাকিটা আমাদের সম্মানিত গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর পরিশোধ করতে হবে, এবং আলহামদুলিল্লাহ আমাদের পুরো চট্রগ্রাম শহরেই হোম-ডেলিভারির সুব্যাবস্থা রয়েছে (চার্জ প্রযোজ্য)। আর চট্রগ্রামের বাহিরে রয়েছে কুরিয়ার যোগে পাঠানোর সুব্যাবস্থা ।
থাকুন GETTT Everything.COM এর সাথে এবং উপভোগ করুন বিভিন্ন ফ্রেশ অর্গানিক ফুড,সবচাইতে মিনিমাম মূল্যে, আর আপনাদের সুস্বাস্থ্য আর সন্তুষ্টিই হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওয়া৷
#আলহামদুলিল্লাহ 🙂
Login To Comment