বৃহত্তর বরিশাল অঞ্চল থেকে সংগৃহীত তাজা নারিকেল হতে তৈরি করা হয় আমাদের ভার্জিন কোকোনাট অয়েল। নারিকেল কোড়ানোর পর ভালমত শুকিয়ে আর্দ্রতা কমানো শেষে সেটি ভাজা হয়। তখন বের হওয়া একদম বিশুদ্ধ এ নারিকেল তেল কে অতঃপর ফিল্টারিং করে সরাসরি বোতলজাত করা হয়। নানা ধরণের রসা, ভুনাসহ বিভিন্ন তরিতরকারি রান্নায়, পিঠা, মিষ্টিসহ নানা মিষ্টান্ন তৈরিতে এই তেল ব্যবহার করা হয়। পাশাপাশি মাথা ঠান্ডা রাখতে, চুল পড়া কমাতে এ তেল খুব কার্যকরী। সর্বোচ্চ ব্যবহারের জন্য কিছুদিন পরপর এ তেল রোদে দিন।
Login To Comment