মদীনার আজওয়া খেজুর করোনাসহ নানা বিধ রোগের বিস্বয়কর শেফা খেজুর।
Medina's Azwa dates are a world-famous shefa date for various diseases including corona
পবিত্র হাদিস শরিফে খেজুরটির গুরুত্ব বর্ণনা করা হয়েছে এবং একে জান্নাতের ফল বলে আখ্যা দেওয়া হয়েছে।আবু হুরাইরা (রা.) বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘আজওয়া জান্নাতের, এতে বিষক্রিয়ার প্রতিষেধক রয়েছে...।’ (তিরমিজি, হাদিস নং: ২০৬৬)
খেজুর সাধারণত মরুঅঞ্চলের ফল। এটি খুবই পুষ্টিকর একটি ফল। পুষ্টিমানে যেমন এটি সমৃদ্ধ, তেমনি অসাধারণ এর ঔষধিগুণ।
"কেন খাবেন এই খেজুর.....??
কারন এটা সকলের জন্য মহাঔষধ,,,,
১/ লাংস ও ক্যাভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখে।
২/ অন্ত:সস্তা নারীর সন্তান জন্মের সময় আজওয়া খেজুর খেলে জরায়ুর মাংসপেশির দ্রুত সংকোচন প্রসারন ঘটিয়ে প্রসব হতে সাহায্য করে।
৩/ ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহব্বরের ক্যান্সারজনিত রোগ নিরাময় করে।
৪/ প্রসব প্রবর্তী কোসঠকাঠিন্য ও রক্ত ক্ষরন কমিয়ে দেয় ।
৫/ এতে আছে ডায়েটরই ফাইবার যা কোলেস্টোরল থেকে মুক্তি দেয়।
৬/ এতে রয়েছে ৭৭.৫%কার্বোহাইড্রেট, যা অন্যান্য খাদ্যের বিকল্প হিসেবে কাজ করে।
৭/ এতে আছে ৬৩ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ৭.৩ মিলিগ্রাম লৌহ যা হাড়,দাঁত,নখ, ত্বক, ও চুল ভাল রাখতে সহায়তা করে ।
৮/ আজওয়া খেজুর হৃদরোগের ঝুকি কমায়,হজম শক্তি বৃদ্ধি করে, লিভার ও পাকস্থলির শক্তি বৃদ্ধি করে।
৯/ ♥পৃথিবীর ইতিহাসে যৌন শক্তির এক মহাঔষধ, যা এক মাএ আল্লাহ তায়ালার পক্ষথেকে আজওয়া খেজুর বিশ্ববাসির জন্য নেয়ামত♥আজওয়া খেজুরের বরকতেই মক্কা ও মদীনা বাসির দাম্পত্বী জীবন সবচাইতে মধুময় ।
১০/ আজওয়া খেজুর, ত্বকের উজ্জলতা বাড়ায়,চেহারাকে করে লাবন্যময় এবং ভিটামিন এ সমৃদ্ধ এই খেজুর দৃষটি শক্তির জন্য গুরুত্বপূর্ন কাজ করে।
""""""" তাই সুস্থ ও সুখিময় জীবন গড়ার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর খাওয়া জরুরী,,,
মদীনার আজওয়া খেজুর,সহ সৌদিআরবের সকল ব্রান্ডের উন্নতমানের কোয়ালিটি সম্পন্ন খেজুর বিক্রয়
🔎 #Hadyashopbd 🌹 সর্বপ্রথমে আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
Login To Comment